সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৬:২৭ পিএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ সংবিধান অনুযায়ী চলবে কারও নিষেধাজ্ঞা আমরা মানিনা ।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘একাত্তরে নিষেধাজ্ঞা দিয়ে আমাদের থামাতে পারেননি। আজও আমাদের থামাতে পারবে না। আমরা কারো নিষেধাজ্ঞার পরোয়া করি না, আমরা পরোয়া করি আমাদের সংবিধানের। কোনো দেশের নিষেধাজ্ঞা আমরা মানি না, মানবো না।’
নিষেধাজ্ঞার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, আর নিষেধাজ্ঞার ভয় দেখায় মির্জা ফখরুল। মির্জা ফখরুল কি এজেন্সি পেয়েছে? ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় ফিলিস্তিনে ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ হয়নি। তারা পারেনি রাশা ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে। নিষেধাজ্ঞা কেউ শোনে না। কাজেই আমরা যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, নিষেধাজ্ঞায় ভয় দেখাবেন না।’
বিএনপির স্বপ্নের বেলুন চুপসে যাবে জানিয়ে তিনি আরও বলেন, ‘সমাবেশে কিছু লোক দেখে মির্জা আব্বাস চাঁদ রাতের স্বপ্ন দেখছেন। কিন্তু যতই স্বপ্ন দেখুন, রঙিন বেলুনের মতোই চুপসে যাবে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার জন্য বিএনপি যতটা কথা বলেছে তার চেয়ে বেশী তাকে নিয়ে রাজনীতি করেছে সেটাই তাদের উদ্দেশ্যে।’
ওবায়দুল কাদের, ‘রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য সব দেশেই দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে এতে আমাদের কোন দোষ নেই। তবে আমরা দোষ না করেও শাস্তি পাচ্ছি।’