জিম্মি বাংলাদেশি জাহাজকে অনুসরণ করছে ইইউর নৌবাহিনী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৪, ২০২৪, ০৮:৫২ এএম

জিম্মি বাংলাদেশি জাহাজকে অনুসরণ করছে ইইউর নৌবাহিনী

সংগৃহীত ছবি

ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে ট্র্যাকিং করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি জাহাজ। গতকাল বুধবার ইইউর পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

ইইউ বাহিনীর এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘অপারেশন আটলান্টার’ অংশ হিসেবে মোতায়েন করা ইউরোপীয় ইউনিয়নের একটি জাহাজ কার্গো জাহাজটিকে (এমভি আবদুল্লাহ) ‘ছায়ার মতো’ অনুসরণ করছে। 

সোমালিয়ার জলদস্যুরা ২৩ সদস্যের ক্রুকে জিম্মি করেছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘ক্রুরা নিরাপদ আছেন। সোমালিয়ার তীরের দিকে যাচ্ছে জাহাজটি।’

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ার হাবিয়ো বন্দরে নোঙর করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর এম মাকসুদ আলম।

জাহাজটি ছাড়িয়ে আনতে কাজ শুরু করেছে এস আর শিপিং। এজন্য সরকার ও আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা চলছে।

Link copied!