গণত্রাণের টাকা জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২, ২০২৪, ০৪:৫১ পিএম

গণত্রাণের টাকা জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’সংগ্রহ কর্মসূচিতে  তোলা টাকার মধ্যে ৮ কোটি টাকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম চেক গ্রহণ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২০৪ টি চেক/ পে- অর্ডার এর মাধ্যমে এ পর্যন্ত ৯১ কোটি  ৪৩ লাখ ২৮ হাজার  টাকার অনুদান গ্রহন করেন।

টিএসসির ত্রাণ সংগ্রহ কমিটির সদস্য লুৎফর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত ৯ কোটি ৯১ লাখ টাকা ত্রাণ উঠেছে। সেখান থেকে ৮ কোটি জমা দেয়া হলো। বাকী ১ কোটি ৯১ লাখ টাকা উত্তরাঞ্চলের বন্যর্তদের সহযোগিতায় ব্যয় করা হবে।

Link copied!