একুশে ফেব্রুয়ারি ‘জঙ্গি হামলার’ কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০১:০৩ পিএম

একুশে ফেব্রুয়ারি ‘জঙ্গি হামলার’ কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ছবি: সংগৃহীত

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে ‘জঙ্গি হামলার’ কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার জানান, শহীদ মিনার ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। রাত ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য পলাশী প্রান্ত থেকে প্রবেশের জন্য গেট উন্মুক্ত করে দেওয়া হবে। সবাইকে মোবাইল, মানিব্যাগ ও সাথে থাকা জিনিসপত্র নিজ দায়িত্বে রাখার অনুরোধ করেন তিনি।

ডিএমপি কমিশনার আরও জানান, একুশে ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ বাহিনীর সদস্যরা। সাথে থাকবে ডিএমপির ট্রাফিক বিভাগের অংশগ্রহণ। এ সমাবেশে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই।

শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছে উল্লেখ করে শেখ সাজ্জাত আলী বলেন, ‘বিচ্ছিন্ন দু একটা মোবাইল ছিনতাইয়ের ঘটনা ছাড়া রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।’

Link copied!