পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ‘ভূমিহীন ইস্যুতে’ সম্প্রতি আলোচনায় উঠে আসা কলেজছাত্রী আসপিয়া ইসলাম।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন তাকেসহ নতুন নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেন।
বরিশাল জেলা থেকে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরির জন্য প্রাথমিকভাবে মনোনীত হওয়া আসপিয়াসহ ৪৮ তরুণ-তরুণীকে এ সংবর্ধনা দেওয়া হয়।
আসপিয়া নিয়োগ আবেদনে স্থায়ী ঠিকানা ভুল উল্লেখ থাকায় তার নিয়োগ নিয়ে জটিলতা দেখা দেয়। এতে তার পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি শুরু হয়। বিষয়টি দৃষ্টিগোচর হলে আসপিয়াকে সরকারি জমিতে ঘর নির্মাণ ও চাকরির ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই নির্দেশনার পর প্রশাসনের পক্ষ থেকে আসপিয়ার জন্য হিজলায় সরকারি খাসজমিতে ঘর নির্মাণকাজ শুরু হয়।
অন্যদিকে আসপিয়ার স্থায়ী ঠিকানা নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনে পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। অবশেষে সেই জটিলতা নিরসন হলে আসপিয়াকে কনস্টেবল পদে চাকরির জন্য নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশে টিআরসি পদে নিয়োগ কমিটির সভাপতি ও জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শাহজাহান হোসেনসহ অনেকে।