অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার: হোটেল মালিককে ৫০ হাজার জরিমানা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২২, ০৩:১৫ এএম

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার: হোটেল মালিককে ৫০ হাজার জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রি তৈরি ও বিক্রি করার অভিযোগ দিনাজপুরে দুই হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।দিনাজপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে এ অভিযান বুধবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের জীবন হোটেল ও তারেক রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই হোটেল মালিকের কাছ থেকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সূত্র জানায়, একই সময় দিনাজপুর বাহাদুর বাজারে ১১টি মাংসের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে জবাই করে গরু ও খাসির মাংস বিক্রি, বাজারজাত ও সংরক্ষণ করার অভিযোগে প্রত্যেক কসাই দোকানদারকে ৫ হাজার টাকা করে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া অপর ১৩টি মাংস বিক্রেতাকে তাদের পরিবেশ ও বিক্রি কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে বাজারের অতিরিক্ত মূল্যে মাংস বিক্রি না করতে সতর্ক করে দেওয়া হয়েছে।

Link copied!