শীঘ্রই হতে পারে বৃষ্টি, বছর শেষে বাড়বে শীতের তীব্রতা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২২, ০৮:৩৮ এএম

শীঘ্রই হতে পারে বৃষ্টি, বছর শেষে বাড়বে শীতের তীব্রতা

নতুন বছর আসতে আর মাত্র কয়েকদিন বাকি। এরইমধ্যে দেশের বিভিন্ন বাড়তে শুরু করেছে শীত। বিশেষ করে উত্তরে কয়েকদিনদিন ধরেই জেঁকে বসেছে শীত। তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। পৌষের শুরুর এ তাপমাত্রা মাসের মাঝামাঝি গিয়ে নামতে পারে আরও নিচে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বেশির ভাগ জেলায় আজ রবিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দু–এক দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এরপর সারা দেশে শীত আরও বাড়বে।

এ বিষয়ে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক সংবাদমাধ্যমকে বলেন, গত কয়েক দিনে শীত কিছুটা বেড়েছে। আজ থেকে আবারও দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা বাড়তে পারে। তবে উত্তরাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না।

আবহাওয়াবিদরা বলেন, বৃষ্টি এলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সে সময় দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীত বাড়তে পারে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছীতে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়াও রাজশাহী ১০ দশমিক ৫, ঈশ্বরদীতে ১০ দশমিক ৭, চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৮ ও রাজারহাটে ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় এসব এলাকায় শীতের তীব্রতা বাড়ছে।

Link copied!