ঈদের ছুটিতে এরইমধ্যে রাজধানী ঢাকা ছেড়েছেন বেশির ভাগ মানুষ। ঈদুল ফিতর উপলক্ষ্যে নাড়ির টানে গ্রামের বাড়ির পানে ছুটেছে লোকজন। এ কারণে ফাঁকা এখন রাজধানী। সড়কে নেই চিরাচরিত গাড়ির সেই জটলা। নেই কোনো কোনো বিপণিবিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। উপস্থিতি যা-ও রয়েছে সেটা একেবারেই হাতেগোনা। বিশেষ করে যারা রাজধানীতেই ঈদ করবেন, তারাই রয়ে গেছেন।
রাজধানীর সড়কে গণপরিবহণ, মোটরসাইকেল, রিকশাসহ সব ধরনের যানবাহনের উপস্থিতিও অনেক কম দেখা যাচ্ছে। ঈদের ছুটির তৃতীয় দিন শুক্রবার রাজধানী ঢাকার চিত্র এখন এমনই।
এবারের ঈদ উল ফিতরে মোট ছুটি পাঁচদিন। একদিনের বিশেষ ছুটিসহ টানা পাঁচ দিনের এই ছুটিতে এবার আগেভাগেই রাজধানী ছেড়েছে মানুষ। তাই ঢাকার রাস্তা এখন রিকশার দখলে।
আজ শুক্রবার সকাল থেকেই মতিঝিল থেকে উত্তরা, মাঝে শাহবাগ, বাংলা মটর, ওদিকে খিলক্ষেত, বিশ্বরোড, বনানী, মহাখালী, ফার্মগেট ও মতিঝিল এলাকা ঘুরে ফাঁকা রাস্তার চিত্র দেখা যায়।
রিকশাচালকদের দাপট থাকলেও যাত্রীদের দাপট নেই। তীব্র গরমের কারণে এবং ঈদ মৌসুম হওয়ায় ভাড়া হয়ে গেছে দিগুণ বা তিনগুণ। চলতি বাসেও ভাড়া গুণতে হচ্ছে দ্বিগুণেরও বেশি।
পরিবহণের কর্মীরা জানান, আজ যাত্রী নেই। তাই গাড়ি নিয়ে বের হয়ে খুব একটা লাভ হচ্ছে না। তবে ভাড়া বেশি নেওয়ার কথা স্বীকার করেন তারা।