ঈদের শুভেচ্ছা জানিয়ে দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন জয়

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২৩, ১০:২৬ এএম

ঈদের শুভেচ্ছা জানিয়ে দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াতে এবং সবার সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে আহ্বান জানিয়েছেন।

শনিবার (২২ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে এ শুভেচ্ছা জানান তিনি।

সজীব ওয়াজেদ জয় লেখেন, ‘ঈদ মোবারক! সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। আসুন পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং সমাজের সকল গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’

কোভিড-১৯ মহামারির কারণে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই বিগত কয়েক বছর পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করেছে দেশবাসী। এবার করোনার প্রাদুর্ভাব কমে আসায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদের আনন্দ-উচ্ছ্বাস ফিরে এসেছে। সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণীতে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

Link copied!