এবার রংপুরে শুরু হলো বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৮, ২০২২, ০৫:১৩ পিএম

এবার রংপুরে শুরু হলো বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

রংপুরের পরিবহন মালিক সমিতি আজ শুক্রবার ভোর ৬টা থেকে ৩৬ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে। তবে তার আগেই গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায় অনেকটা। এই ধর্মঘট চলবে সমাবেশের দিন অর্থাৎ কাল সন্ধ্যা ৬টা পর্যন্ত। আজ সকাল থেকে কোনও বাস রংপুর ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার (২৮ অক্টোবর) ভোর ছয়টা থেকে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাস, মিনিবাস, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে বিএনপির ২৯ অক্টোবর গণসমাবেশ ঘিরে মটর মালিক সমিতির এমন সিদ্ধান্ত নিয়েছে দাবি করে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন দলটির নেতারা।

এর আগে ২২ অক্টোবর খুলনায় বিএনপির সমাবেশের দুদিন আগে থেকেই খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করা হয় বাস ও লঞ্চ। সেসময়ও শ্রমিক নেতারা দাবি করেন, মহাসড়কে অবৈধ যান চলাচলের প্রতিবাদে খুলনাসহ এর আশপাশের জেলায় বাস বন্ধ রাখা হয়েছে।

পরিবহন মালিক সমিতির ডাকে বাস ধর্মঘটের ঘটনা ঘটেছিল ১৫ অক্টোবর বিএনপির ময়মনসিংহের বিভাগীয় গণসমাবেশের আগেও।  

এদিকে আকস্মিক বাস ধর্মঘটের কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। রংপুর থেকে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে সকালে কেন্দ্রীয় বাস টার্মিনালে আসেন শাহাবুল জানালেন ইসলাম।

তিনি বলেন, ‘জরুরি কাজে আমার বগুড়া যেতে হবে। কিন্তু টার্মিনালে এসে দেখি কোনও বাস চলছে না। শুনলাম বিএনপির সমাবেশ আছে, সেজন্য গোলমালের আশঙ্কায় বাস বন্ধ রাখা হয়েছে। কিন্তু আমি এখন বগুড়া যাবো কীভাবে?’

রংপুর সদর উপজেলার পাগলাপীর থেকে ঢাকা যাওয়ার জন্য এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পঙ্কজ কুমার রায়। শনিবার তার ল্যাব ফাইনাল পরীক্ষা। বাস বন্ধ শুনে বিপাকে পড়েছেন তিনিও।

রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে শনিবার (২৯ অক্টোবর) মহাসমাবেশ করবে বিএনপি।

Link copied!