জুন ১৪, ২০২২, ১২:০৭ পিএম
ফরিদপুরের সদরপুর উপজেলার প্রধান ব্যবসা কেন্দ্র হাটকৃষ্ণপুর বাজার। স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) বিভাগের মাত্র ৩৪০ মিটার আরসিসি সড়ক নির্মাণ কাজে দেরি হওয়ায় ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাসহ জনগণ চরম দুর্ভোগে পড়েছেন। সিডিউল মোতাবেক গত ২০২১ সালের ৫ নভেম্বর কাজ শেষ করার চুক্তি থাকলেও কাজ এখনো শুরুই হয়নি। বাজারের ব্যবসা-বাণিজ্য স্থির হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে সড়কে জমে হাঁটু পানি। পরিবহন খরচ হচ্ছে প্রায় তিনগুণ। প্রায় সোয়া ১ কোটি টাকার ওপরে রাজস্ব আয়ের বাজারটিতে মাসের পর মাস জনগণ দুর্ভোগ পোহালেও দেখার যেন কেউ নেই।
জানা গেছে, কৃষ্ণপুর জিসি তালমা আরএনএইচ রোডের সদরপুর অংশের ১ হাজার ৮১০ মিটার সড়ক নির্মাণে এলজিইডি বিভাগের ৩ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে কৃষ্ণপুর বাজারে ৩৪০ মিটার আরসিসি সড়ক নির্মাণের বরাদ্দ রয়েছে।
২০২১ সালের ১০ ফেব্রুয়ারি এমএনআইএম এসএস ফরিদপুর নামের ঠিকাদারী প্রতিষ্ঠানকে সড়কের নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। সিডিউল মোতাবেক ২০২১ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ৫ নভেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা। মাঝপথে এসে ঠিকাদার বাজারের আরসিসি করণের গাইড ওয়াল ও কিছু ভাঙাচোরা স্থানে খোয়া ফেলে রেখে কাজ বন্ধ করে দেয়। ফলে সামান্য বৃষ্টি হলে বাজারে জমে হাঁটু পানি। গাইড ওয়াল করার জন্য বাজারের বিভিন্ন গুদাম ও গলিতে ব্যবসায়ীরা মালামাল পরিবহন করতে পারছে না।
এ ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মো. সিদ্দিকুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, বাজারের কালিখোলা এলাকায় ২০ ফুট রাস্তা করার মত জায়গা নেই। জায়গার সমস্যার সমাধান হলে কাজ শুরু করব। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।
এ বিষয় সদরপুর উপজেলা প্রকৌশলী আব্দুল মোমিন বলেন, আমরা ঠিকাদারকে কাজ করার জন্য বার বার তাগাদা দিচ্ছি, তবে ঠিকাদার কাজ করছে না।