করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। বুধবার (১৮ আগস্ট) তার ছেলে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চিকিৎসকের পরামর্শ অনুযায়ি বাবাকে স্যালাইন ও ওষুধ দেওয়া হয়েছে। এ ছাড়া বাসাতেই তার ইসিজি করানো হয়েছে।’
অধ্যাপক ইমতিয়াজ আরো বলেন, ’দীর্ঘদিন ধরে বাবা বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও হার্টে সমস্যা ও ডায়াবেটিসে ভুগছেন। বর্তমানে বেশি ভুগছেন হাইপোন্যাট্রিমিয়ায়। এছাড়া বাবা কয়েক দিন আগে পড়ে যাওয়ায় তার পায়ে ফ্র্যাকচার হয়েছে’।
উলেখ্য হাসান আজিজুল হক ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০০৪ সাল পর্যন্ত তিনি সেখানে অধ্যাপনা করে অবসরে যান।