করোনা পরীক্ষার লাইনে দাঁড়ানো এক ব্যক্তির মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৮, ২০২১, ০৪:১৯ পিএম

করোনা পরীক্ষার লাইনে দাঁড়ানো এক ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষার  জন্য লাইনে দাঁড়ানো এক ব্যক্তি হঠাৎ জ্ঞান হারানোর পর মারা গেছেন। বুধবার (২৮ জুলাই) জেলাস্থ সদর হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

হাসপাতালের চিকিৎসক সোলায়মান মিয়া গণমাধ্যমকে জানান, আজ  বুধবার সকাল পৌনে ৯টার দিকে ইকবাল (৪৩) নামে এই ব্যক্তি মারা যান।

নিহত ইকবাল সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়,   সপ্তাহ খানেক ধরে ইকবাল জ্বর-সর্দিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তাই আজ সকালে তাকে করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিতে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইকবাল লাইনে দাঁড়িয়ে নমুনা দেওয়ার প্রতীক্ষায় ছিলেন। হঠাৎ অচেতন হয়ে মাটিতে পড়ে যান তিনি। তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷

চিকিৎসক সোলায়মান গণমাধ্যমকে আরও বলেন, ইকবালের করোনা উপসর্গ ছিল। সকালে হাসপাতালে করোনাভাইরাসের পরীক্ষা করাতে লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ অবস্থায় অচেতন হয়ে ঢলে পড়লে জরুরি বিভাগে আনা হয় তাকে। ইসিজি করলে তার মৃত্যুর খবর আসে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৭ জুলাই) গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৯২৫ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এনিয়ে দেশে এ পর্যন্ত ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের শতকরা হার ২৮ দশমিক ৪৪।

Link copied!