করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার (৯ আগস্ট) গত ২৪ ঘন্টায় ১৬ জন মারা গেছেন। এই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫৪৪ জন। সোমবার (৯ আগস্ট) সকালে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা জেলার সিভিল সার্জন বলেন, ‘রবিবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (৯ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।‘
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১ হাজার ৯১৯ জনের নমুনা পরীক্ষায় ৫৪৪ জন করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার বিবেচনায় আক্রান্তের শতকরা হার ২৮ দশমিক ৩৪। এ নিয়ে জেলায় মোট ৩৪ হাজার ২৪০ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন।
এদিকে, কুমিল্লা সিভিল সার্জন অফিস জানায়, সোমবার (৯ আগস্ট) গত ২৪ ঘন্টায় করোনায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারী। মৃতদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৫ জন, চৌদ্দগ্রাম, দেবীদ্বার, বরুড়া ও মনোহরগঞ্জে ২ জন করে এবং কুমিল্লা সদর, বুড়িচং ও দাউদকান্দি উপজেলায় একজন করে রয়েছেন।
সিভিল সার্জন অফিস আরও জানায়, নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১১৯, আদর্শ সদরে ২৪, সদর দক্ষিণের ৮, বুড়িচংয়ে ৩৮, ব্রাহ্মণপাড়ার ১৯ জন, চান্দিনায় ১৪ জন, চৌদ্দগ্রামে ৩৩, দেবীদ্বারে ৩০ জন, দাউদকান্দিতে ৬৯ জন, লাকসামে ১৬ জন, লালমাইয়ে ৯ জন, নাঙ্গলকোটে ৪২জন, বরুড়ায় ৩২, মনোহরগঞ্জে ২৩, মুরাদনগরে ৪ জন, মেঘনার ২০ জন, তিতাসের ১ জন এবং হোমনা উপজেলার ৪৩ জন রয়েছেন।