গুজব ছড়ানোর অভিযোগে বদরুন্নেসার অধ্যাপক আটক

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২০, ২০২১, ০৫:৩৪ পিএম

গুজব ছড়ানোর অভিযোগে বদরুন্নেসার অধ্যাপক আটক

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো ভিডিও প্রচার করে গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীতে বেগম বদরুন্নেসার শিক্ষক সহকারী অধ্যাপক রুমা সরকারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (২০ অক্টোবর) সকালে তার বেইলি রোডের বাসা থেকে আটক করা হয়।

রাজধানীর মিরপুরের পল্লবী এলকার সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের ভিডিও নোয়াখালীর যতন সাহার হত্যাকাণ্ডের ভিডিও বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানী পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে অপপ্রচারের অভিযোগে রুমা সরকারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মামলা হবে কি না এখনই বলা যাচ্ছে না। পরবর্তীতে আইনি প্রক্রিয়া মেনে তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।

Link copied!