চিড়িয়াখানায় পশুপাখির বর্তমান সংখ্যা ৩ হাজার ৭০টি : সংসদে প্রশ্নোত্তরে মন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৬, ২০২২, ০৮:১১ পিএম

চিড়িয়াখানায় পশুপাখির বর্তমান সংখ্যা ৩ হাজার ৭০টি : সংসদে প্রশ্নোত্তরে মন্ত্রী

সংসদের প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় বিদ্যমান পশুপাখির সর্বশেষ তথ্য দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি জানিয়েছেন, চিড়িয়াখানায় বর্তমানে ৩ হাজার ৭০টি পশুপাখি আছে। গত ছয় মাসে চিড়িয়াখানায় দুটি জিরাফশাবক, দুটি বাঘশাবক, একটি আফ্রিকান সিংহ, ওয়াইল্ডবিস্ট, ইম্পালা ও জেব্রাশাবকের মৃত্যু হয়েছে।

 

 

তিনি জানান, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ১৬ প্রজাতির ৩৮৮টি তৃণভোজী পশু, ১০ প্রজাতির ৩৪টি মাংসাশী পশু, ১১ প্রজাতির ১২৮টি ক্ষুদ্র স্তন্যপায়ী পশু, ৫৯ প্রজাতির ১ হাজার ৬৬৫টি পাখি, ৮ প্রজাতির ৬০টি সরীসৃপ ও ২৫ প্রজাতির ৭৯৫টি অ্যাকুরিয়াম ফিশ রয়েছে।

 

Link copied!