চৈত্রের আকাশে হঠাৎ কালবৈশাখীর আয়োজন!

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৫, ২০২৩, ১২:০৬ পিএম

চৈত্রের আকাশে হঠাৎ কালবৈশাখীর আয়োজন!

এবার ফাল্গুনেই শুরু হয়েছে দাবদাহ। গতকালই দেশের অন্তত পাঁচটি জেলায় দাবদাহের প্রভাব টের পাওয়া গেছে। দাবদাহের পথ ধরে আসে বৃষ্টি আর কালবৈশাখী ঝড়। কিন্তু বৈশাখ তো অনেক দেরি। আজ মাত্র চৈত্রের পয়লা দিন। তারপরও আজ ফাল্গুনের শেষ বেলায় ঝড়ের আয়োজন দেখা গেল রাজধানী ঢাকার আকাশে। নাগরিকদের অনেকে টিপ্পনি কেটে প্রশ্ন রাখছেন, বৈশাখে ঝড় হলে তাকে যদি কালবৈশাখী বলা হয়, তাহলে ফাল্গুন বা চৈত্রের ঝড়কে কী নাম দেওয়া যায়?

সকাল থেকেই মেঘে ছেয়ে গেছে ঢাকা শহর। বিভিন্ন এলাকায় আজ বুধবার সকালে সামান্য বৃষ্টি ও ঝড়ো বাতাস দেখছেন শহরবাসী। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঢাকা শহরের মেঘলা আকাশ খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না বলেও জানানো হয়েছে।

বেশ কয়েক দিন থেকে দেশের বিভিন্ন জায়গায় মৃদু দাবদাহ বয়ে যায়। এমন পরিস্থিতিতে বৃষ্টি কিছুটা স্বস্তি দিতে পারে। তবে কালবৈশাখী হলে ক্ষতির সম্মুখীন হতে পারে অনেকেই। ধুলায় ভরা ঢাকা শহর এমনিতেই দূষিত শহরের তালিকায় ছিল বেশ কিছুদিন। বৃষ্টি এ ক্ষেত্রে কিছুটা স্বস্তি দিতে পারে, তা বলাই যায়।

আজ বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশে দিনে ও রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

Link copied!