টিকা ছাড়া রেস্টেুরেন্টে খাওয়া যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩, ২০২২, ০৭:৫৪ পিএম

টিকা ছাড়া রেস্টেুরেন্টে খাওয়া যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

রেস্টুরেন্টে খেতে হলে টিকা সনদ দেখাতে হবে। যারা টিকা নেননি তারা রেস্টুরেন্টে খেতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক।

সোমবার (৩ জানুয়ারি) ওমিক্রন প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

মন্ত্রী আরও বলেন, টিকা নেননি এমন কোনো ব্যক্তিকে যদি কোনো রেস্টুরেন্ট সেবা দেয় তাহলে সেই রেস্টুরেন্টকে জরিমানা করা হবে। প্রাথমিকভাবে ১৫ দিন সময় দেওয়া হবে, তারপর সিদ্ধান্ত কার্যকর করা হবে।

এ ছাড়া, গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। কেউ মাস্ক ছাড়া গণপরিবহনে উঠলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে বলেন তিনি।

Link copied!