ডেঙ্গু নির্মূল সম্ভব নয়, বললেন মেয়র

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৫, ২০২৩, ০২:২১ পিএম

ডেঙ্গু নির্মূল সম্ভব নয়, বললেন মেয়র

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ডেঙ্গুতে মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে, মৃত্যুর হারের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে আরও বেশি নজর দিতে হবে ও চিকিৎসা সেবার মান এবং পরিধিটা আরও বৃদ্ধি করতে হবে।

বুধবার (৫ জুলাই) সকালে হাতিরঝিল জল নিষ্কাশন যন্ত্র (সোনারগাঁও হোটেল সংলগ্ন) পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গণমাধ্যমের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

তিনি বলেন, এই যে চিরুনি অভিযান এবং এই সকল নিধন কার্যক্রম আশ্বিন মাস পর্যন্ত চলবে। এরপরও যদি বৃদ্ধি পায় তাহলে অভিযান বর্ধিত করা হবে।

ঢাদসিক মেয়র আরও বলেন, দুই বছরের মধ্যে আমরা স্বল্প মেয়াদী কার্যক্রম হাতে নিয়েছি। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় যেতে হলে সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পনার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, আমরা ঢাকাবাসীকে জলাবদ্ধতামুক্ত রাখতে চাই। খাল এবং নর্দমাগুলো ঢাকা ওয়াসা থেকে হস্তান্তর হওয়ার পর ব্যাপক কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

বাৎসরিক ভিত্তিতে পরিষ্কারের পাশাপাশি নিজস্ব অর্থায়নে ১৩৬টি স্থানে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। আধারের আয়তন বৃদ্ধি করেছি। নর্দমা তৈরি করেছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের চেয়ে উন্নত দেশগুলোতেও ডেঙ্গু একদম নির্মূল করার কোনো সমাধান আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তবে আমরা নিয়ন্ত্রণে রেখেছি। অন্যান্য উন্নত দেশের সাথে তথ্য পরিসংখ্যান মিলিয়ে দেখলে আমরা এখন পর্যন্ত ভালো অবস্থানে রয়েছি।

এডিস মশার প্রজনন রোধ করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে আহ্বান জানান ঢাদসিক মেয়র।

Link copied!