ডেঙ্গুর প্রকোপ বাড়ছে আশঙ্কাজনক হারে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২২, ২০২১, ০৬:৫৮ পিএম

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে আশঙ্কাজনক হারে

করোনার পাশাপাশি ডেঙ্গুও বাড়ছে আশঙ্কাজনক হারে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন  ২৯১ জন। মারা গেছেন ১ জন। রোববার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই ২৯১ জনের মধ্যে ২৫৯ জনই ঢাকার সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন। 

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হয়েছেন ১২১৮ জন। তাদের  মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৩১ জন।

 

উলেখ্য গত ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৪১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৭৮৭ জন। আর এর মধ্যে ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Link copied!