ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি, বাড়তে পারে শীত

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১২, ২০২২, ১২:১০ এএম

ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি, বাড়তে পারে শীত

পৌষের শেষে তাপমাত্রা যখন স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি, তখন দেখা মিলেছে বৃষ্টি। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। বৃষ্টির প্রভাব কেটে গেলে আগামী কয়েক দিনের মধ্যে শীত বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

মঙ্গলবার রোদের হাসিতে ঢাকায় সকাল শুরু হলেও বেলা গড়াতেই সেই হাসি মিলিয়ে যেতে থাকে। দিনের বেশিরভাগ সময় আকাশ ছিল মেঘের দখলে। যদিও বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই দিয়ে রেখেছিল আবহাওয়া অধিদপ্তর।

রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে দু-এক ফোঁটা করে শুরু হয় বৃষ্টি। ধীরে ধীরে বাড়ে ফোঁটার সংখ্যা। সাড়ে ৯টার দিকে মোটামুটি ভিজিয়ে দেওয়ার মতো বৃষ্টি পড়তে দেখা গেছে মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায়। বৃষ্টির কারণে অনেক জায়গায় বিপত্তিতে পড়েন ঘরমুখো মানুষ।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত ঈশ্বরদী এবং চুয়াডাঙ্গায় সামান্য বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও পড়তে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা।

Link copied!