তরুণরা ১৮ তম জন্মবার্ষিকী পালন করবে স্বেচ্ছায় রক্ত দিয়ে: শিক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৮, ২০২২, ০৫:৫১ পিএম

তরুণরা ১৮ তম জন্মবার্ষিকী পালন করবে স্বেচ্ছায় রক্ত দিয়ে: শিক্ষামন্ত্রী

আমাদের দেশের প্রতিটা সন্তান ১৮ বছরের জন্মবার্ষিকী পালন করবে স্বেচ্ছায় রক্ত দিয়ে। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এক আলোচনা সভায় এই আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি পালন করে এ সংগঠনটির নেতা-কর্মীরা। কর্মসূচি শেষে এই আলোচনা সভার আয়োজন করে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, “গতবছর প্রধানমন্ত্রী ছাত্রলীগের ভার্চুয়াল ব্লাড ব্যাংক উদ্বোধন করেন, এই ব্লাডব্যাংক যথাযথভাবে কাজ কাজ করলেই আমাদের রক্তের সংকট কমে যাবে।

আশির দশকে অনেক পেশাদার রক্তদাতা থাকলেও সকলে এগিয়ে আসায় এই সংখ্যা অনেক কমেছে। তবে এখনও বহু মানুষ এখনও আছে যারা রক্ত কেনে, সেই জায়গায়ই রক্তের অভাব বোধ হয় বলে উল্লেখ করেন।

৫০ লক্ষ কর্মীর এই সংগঠন যদি স্বোচ্চার হয় তবে এই সমস্যা দূর করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি

স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আমার অনেকবার রক্ত দেওয়া নেওয়ার কাজে আসা হয়েছে।

Link copied!