তাইওয়ানে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৮, ২০২১, ০২:১০ পিএম

তাইওয়ানে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ

করোনার অতি উচ্চ সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশসহ সাতটি দেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় চিহ্নিত  করেছে তাইওয়ান। বাংলাদেশ ছাড়া বাকি ছয়টি দেশ হলো- ব্রাজিল, ভারত, যুক্তরাজ্য, পেরু, ইসরায়েল, ইন্দোনেশিয়া।

রবিবার (২৭ জুন) তাইওয়ানের সেন্ট্রাল এপিডেমিক কমান্ড সেন্টার (সিইসিসি) এ সংক্রান্ত এক বিবৃতিতে একথা ঘোষণা করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, "বিশ্বব্যাপী ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার এবং এর উচ্চ সংক্রমণের প্রতিক্রিয়া হিসেবে, আজ থেকে সাতটি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ বাদে (ব্রাজিল, ভারত, যুক্তরাজ্য, পেরু, ইসরায়েল, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ) অন্যান্য দেশ থেকে আগত যাত্রীদের গ্রুপ কোয়ারেন্টিনের অংশ হিসেবে বিমানবন্দর থেকেই কোয়ারেন্টিন যানে চড়তে হবে যার ব্যবস্থা করবে পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়।”

ওই সাতটি উচ্চ-ঝুঁকিপূর্ণ দেশ ছাড়া অন্য দেশগুলো থেকে তাইওয়ানে আগত যাত্রীদের নিজেদের কোয়ারেন্টিন যানের ব্যয় বহন করতে হবে অথবা তাদের নিজস্ব ব্যয়েই কোয়ারেন্টিন হোটেল বা 'গ্রুপ কোয়ারেন্টিন' এর সুবিধা রয়েছে এমন স্থানে থাকতে হবে।

এদিকে, তাইওয়ান নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ দিনের মধ্যে সাতটি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের (ব্রাজিল, ভারত, যুক্তরাজ্য, পেরু, ইসরায়েল, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ) যে কোন একটিতে ভ্রমণের ইতিহাস রয়েছে এমন কারো ক্ষেত্রে সে সমস্ত ব্যয় সরকারকেই বহন করতে হবে।

 

Link copied!