আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির নেতাদের চোখ শুকিয়ে গেছে, আন্দোলন হয় না। এই বছর না, ওই বছর আন্দোলন হবে—কোন বছর? এ বছর রমজানের ঈদের পর বলে কোরবানির ঈদ, কোরবানির পর বলে পরীক্ষার পর, এভাবে দেখতে দেখতে ১৪ বছর, আন্দোলন হবে কোন বছর।’
শনিবার (২২ জুলাই) বিকেলে নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
মন্ত্রী আরও বলেন, ‘ভিসা নীতি নিয়ে নিষেধাজ্ঞা আসবে বলে বঙ্গবন্ধুকন্যাকে ভয় দেখিয়েছে। শেখ হাসিনা বলেন আমার দেশ, আমি শেখ মুজিবের কন্যা। যত হুমকি আসে শেখ হাসিনা মাথা নত করবে না, করতে পারে না।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জেনারেল জিয়াউর রহমান দম্ভ করে বলেছিলেন, মানি ইজ নো প্রবলেম। টাকা কোনো সমস্যা না। আর আজ লন্ডনে বসে জিয়াউর রহমানের পলাতক পুত্র তারেক রহমান গতকাল স্কাইপিতে বলেছেন, টাকার কোনো সমস্যা নেই। তারেক রহমান ১৬ বছর আগে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছেন। আর রাজনীতি করবেন না বলে। সেই তারেক রহমান এখন বলেন, টাকার কোনো অভাব হবে না। আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাও।
ওবায়দুল কাদের আরও বলেন, তারেক রহমান বিএনপির নেতা-কর্মীকে টাকার দম্ভ দেখাচ্ছেন। এত টাকা কোথায় থেকে এল? কোটি কোটি টাকা পাচার করেছেন তিনি। তারেকের অর্থ পাচারের কথা সারা দুনিয়ার মানুষ বোঝে। এই অপশক্তিকে রুখতে হবে।