দেশের আট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব জানানো হয়েছে। এদিন দেশের দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা সিলেট ও নেত্রকোণায় ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
এদিকে, রাজশাহী, পাবনা, রাঙামাটি, সীতাকুন্ড, নোয়াখালী, ফেনী, মৌলভিবাজার অঞ্চলসহ ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী দুয়েক দিনে কিছু এলাকায় এই তাপপ্রবাহ কমতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে পারে এবং তাপমাত্রা বাড়বে। আগামী পাঁচদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর বাড়তি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ৩১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৩ মিনিটে।