নতুন কৌশলের ছিনতাই ঠেকাতে ডিবির বিশেষ অভিযান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩০, ২০২২, ০৭:০৩ পিএম

নতুন কৌশলের ছিনতাই ঠেকাতে ডিবির বিশেষ অভিযান

আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে ছিনতাইকারী ও অজ্ঞানপার্টির অপতৎপরতা রোধে বিশেষ অভিযান চালাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৩০ মার্চ) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, রোজা ও ঈদকে সামনে রেখে ছিনতাইকারী, অজ্ঞানপার্টির সদস্যরা সক্রিয় হয়। এদের ধরতে বরাবরের মতো এবারও বিশেষ অভিযানে নামা হবে।

তিনি আরও বলেন, ছিনতাইকারীরা অপরাধ কর্মকাণ্ডে নতুন নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে। ঘটনা ঘটার আগে যাতে এসব কর্মকাণ্ডে জড়িতদের ধরা যায় সেজন্য তৎপর হতে ডিবির সদস্যদের নির্দেশ দেন এ গোয়েন্দা কর্মকর্তা।

এছাড়া, শাহজাহানপুরে আওয়ামী লীগের মতিঝিল থানার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যার ঘটনায় বগুড়া থেকে আকাশ নামে একজনকে গ্রেফতারে পুলিশী তৎপরতার প্রশংসা করা হয় সংবাদ সম্মেলনে। 

Link copied!