নতুন রেজিস্ট্রার পেল আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৬:১০ পিএম

নতুন রেজিস্ট্রার পেল আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী কর্মকাণ্ড ও অপরাধসমূহের বিচার করার লক্ষ্যে দেশে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনোলে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়েছে।  

হবিগঞ্জের জেলা ও দায়রা জজ এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন।

গতকাল বুধবার এ বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ প্রজ্ঞাপন জারি করে। বৃহস্পতিবার এটি জানা গেছে।

প্রজ্ঞাপন থেকে জানা গেছে, রংপুরের জেলা দায়রা জজ মো. শাহেনুরকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শারমিন নিগারকে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ও দায়রা জজ এবং বরগুনার জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলামকে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।

Link copied!