নাই নাই শুনবো না, আমরা সব করবো: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২২, ১২:১১ পিএম

নাই নাই শুনবো না, আমরা সব করবো: প্রধানমন্ত্রী

শিক্ষার জন্য যা কিছু করেছে আওয়ামী লীগ সরকারই করেছে; অতীতের সরকার তেমন কিছুই করেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ‘কিছুই করি নাই শ্রেণি’ চোখ থাকতেও দেখে না বলেও সরকারপ্রধান মন্তব্য করেন।

শনিবার (৩১ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।

‘শিক্ষা হচ্ছে জাতিকে দারিদ্রমুক্ত করার সবচেয়ে বড় হাতিয়ার’মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “অতীতের কোনো সরকার শিক্ষার জন্য তেমন কিছুই করেনি। আওয়ামী লীগ সরকার বাংলা গড়ার জন্য শিক্ষাকেই বেশি গুরুত্ব দিচ্ছে।” এসময় তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও শিক্ষার্থীদের নতুন বই ছাপানোকে গুরুত্ব দিয়েছে সরকার।

বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি নিয়ে সমালোচনাকারীদের ইঙ্গিত করে সরকারপ্রধান বলেন, “এত কিছু করার পরও একটা শ্রেণি বলবে কিছুই করি নাই। ওই ‘কিছুই করি নাই শ্রেণি’ চোখ থাকতেও দেখে না। তারা দেখবেও না। তাদের মাথায় ওই নাই নাই শব্দ ঢুকে আছে। নাই নাই শুনবো না, আমরা সব করবো।” আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকতা নিয়ে পাঠদান করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আন্তরিকতার সঙ্গে আমরা যতবেশি এই ছেলে-মেয়েদের গাইড করবো, তারা ততবেশি দক্ষ হয়ে ওঠবে।”

শিক্ষার্থীদের মুখস্থের পাশাপাশি মেধা বিকাশের জন্য তাদের উপযুক্ত চিন্তার সুযোগ দিতে হবে জানিয়ে সরকারপ্রধান বলেন, “সে কী বিষয়ে নতুন কিছু করতে পারে, সেটা আমরা দেখতে চাই। সবার জন্য নতুন নতুন জ্ঞান ও গবেষণার পথ উন্মুক্ত করতে হবে। আমাদের ছেলে-মেয়েরা যাতে বহুমুখী শিক্ষা পায়, সে ব্যবস্থা করেছি।”

Link copied!