অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুজন দগ্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১২, ২০২১, ১২:৪২ এএম

অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুজন দগ্ধ

নারায়ণগঞ্জের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অ্যাপোলো নামের একটি ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুজন ওয়ার্ড বয় দগ্ধ হয়েছেন। বুধবার (১১ আগস্ট) বেলা আড়াইটার দিকে ক্লিনিকর পর্যবেক্ষণকক্ষে  বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন বরিশালের মো. রাজীব (২৭) ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মো. হৃদয় (২০)। রাজীবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের নার্সরা জানান, দুপুরে ক্লিনিকের অস্ত্রোপচারকক্ষে এক প্রসূতির অস্ত্রোপচার শেষে তাকে পর্যবেক্ষণকক্ষে পাঠানোর প্রক্রিয়া চলছিল। এ জন্য দুই ওয়ার্ড বয় রাজীব ও হৃদয় পর্যবেক্ষণকক্ষ প্রস্তুত করার কাজ করছিলেন। একপর্যায়ে কক্ষের ভেতরে বিকট শব্দ হলে কর্মকর্তা-কর্মচারীরা সেখানে গিয়ে দেখতে পান, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুই ওয়ার্ড বয়ের শরীর পুড়ে গেছে। পরে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা এসে দগ্ধ দুজনকে প্রাথমিক চিকিৎসা দেন।

বিস্ফোরণে রাজীবের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

এ ঘটনার পর ক্লিনিকের চতুর্থ তলার ৪১০ নম্বরের ওই পর্যবেক্ষণকক্ষ থেকে বিস্ফোরণ হওয়া অক্সিজেন সিলিন্ডারসহ যাবতীয় আলামত দ্রুত সরিয়ে ফেলা হয়। মালিকপক্ষের কাউকে সেখানে পাওয়া যায়নি।

ক্লিনিকের ব্যবস্থাপক আফজাল হোসেন দাবি করেন, পর্যবেক্ষণকক্ষে সিলিন্ডারের সঙ্গে মিটার সংযুক্ত করার সময় বিস্ফোরণ হয়ে ওয়ার্ড বয় রাজীব ও হৃদয় দগ্ধ হন। ক্লিনিকে কর্মরত লোকজন দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করেন। তবে ভেতরে কোনো রোগী ছিল না। রাজীবের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং হৃদয়কে এই ক্লিনিকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান গণমাধ্যমকে জানান, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেননি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

Link copied!