নাসিরের বিরুদ্ধে এখনই কোন সিদ্ধান্ত নয়: জাতীয় পার্টি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৪, ২০২১, ০৮:০৬ পিএম

নাসিরের বিরুদ্ধে এখনই কোন সিদ্ধান্ত নয়: জাতীয় পার্টি

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ এবং হত্যা চেষ্টার মত গুরুতর অভিযোগ এনেছেন। পরীমণির করা মামলায় নাসির উদ্দিন সহ আরও ৫ জন ইতোমধ্যে গ্রেফতারও হয়েছেন। তবে অভিযোগের মুখে নাসির উদ্দিন গ্রেফতার হলেও তার বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা গ্রহণ করবে না বলে জানিয়েছেন জাতীয় পার্টির একজন দায়িত্বশীল নেতা।

এরকম একটি গুরুতর অভিযোগ এবং গ্রেফতার হওয়ার পরও কেন ব্যবস্থা নেয়া হবে না, এমন প্রশ্নের উত্তরে দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ সাহিদুর রহমান টেপা দ্য রিপোর্টকে বলেন, এখনও পর্যন্ত যেহেতু নাসির উদ্দিনের বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণিত হয়নি, আমরা এখনই তার বিরুদ্ধে কোনপ্রকার সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি না।

তিনি আরো জানান, জাতীয় পার্টির একটা দল এই বিষয়ে প্রাথমিক তদন্ত করছে, এই ঘটনায় নাসির উদ্দিন মাহমুদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে জাতীয় পার্টি গঠনতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নেবে।

এর আগে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু গণমাধ্যমকে বলেন, পরীমণি তার ফেসবুক পোস্টে কারও নাম উল্লেখ না করায় এখনই কোনো ব্যবস্থা নেয়া হবে না।

রবিবার রাতে চিত্রনায়িকা পরীমণি একটি ফেসবুক পোস্টে নাম অজ্ঞাত রেখে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়েছে এরূপ অভিযোগ আনেন।

তবে রাতে গণমাধ্যমের সামনে এসে জানান, সেই ব্যক্তি নাসির উদ্দিন মাহমুদ। বুধবার রাতে ঢাকা বোট ক্লাবে একটি কাজের আলোচনায় গিয়ে পরিচয়। তার সঙ্গীকে মারধর করে তাকে জোর করে মদ ও নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়। পরে সেখান থেকে তিনি কীভাবে এসেছেন, সেটি মনে নেই। একপর্যায়ে নিজেকে আবিষ্কার করেন তার গাড়িতে।

এখনই কোন ব্যবস্থা গ্রহণ না করলেও অভিযোগ যদি প্রমাণ হয় সেক্ষেত্রে পরবর্তীতে জাতীয় পার্টি সিদ্ধান্ত নেবে বলে জানান মোহাম্মদ সাহিদুর রহমান টেপা। তিনি বলেন, গ্রেফতার হলেই সে অপরাধী প্রমাণ হয় না। আদালতে যদি সে অপরাধী প্রমাণিত হয় তবে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।

Link copied!