ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সাথে গোপন আঁতাতের অভিযোগে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ।
রবিবার (৯জুলাই) রাজধানীর মালিবাগে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ডাকা এক সংবাদ সম্মেলন থেকে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ এ দাবি জানান।
ববি হাজ্জাজ বলেন, “আমি পরিস্কার ভাবে বলতে চাই, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম দখলদার রাষ্ট্র এবং মুসলিম উম্মার পরিষ্কার শত্রু, ইসরাইলের প্রতিটি আগ্রাসন এবং পদক্ষেপের বিরুদ্ধে। আওয়ামী লীগ, বিএনপি বা যে দলের যার বিরুদ্ধে ইসরাইলের সাথে প্রকাশ্য বা গোপন আতাতের তাদের অভিযোগ উঠবে তাকেই আমরা দেশ এবং ইসলামের শত্রু হিসেবে চিহ্নিত করব।”
নুরুল হক নুর জাতীর সাথে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করেছে উল্লেখ করে গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান আরও বলেন, “আমরা অবিলম্বে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে নুরুল হক নুরের গ্রেফতার দাবি করছি এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে অবহিত করেছি। আমরা তার অপসারণ দাবি করছি।
ববি বলেন, বাংলাদেশের পবিত্র জমিনে কোন ইহুদিদের চর বা কোন শত্রু রাষ্ট্রের এজেন্ট রাজনীতি করতে পারবে না। নুরের অর্থের উৎস কোথায়? বিলাসবহুল মধ্যপ্রাচ্যে সফরে কে বা কারা তাকে অর্থ প্রদান করছে? এর উদ্দেশ্য যদি হয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক, তাহলে নুর এবং তার সহযোগীরা সবাই দেশের এবং মুসলমানদের শত্রু।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলটির যুগ্ন মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, যুগ্ন সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান উপস্থিত ছিলেন।