ভেঙে পড়লো বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২২, ২০২৩, ০৩:৩১ পিএম

ভেঙে পড়লো বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ মঞ্চ

সংগৃহীত ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ ভেঙে পড়েছে। সমাবেশ মঞ্চে নেতাদের অত্যাধিক চাপে ভেঙে পড়লেও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন মঞ্চে থাকা নেতাকর্মীরা।

শনিবার (২২ জুলাই) বেলা দুইটার কিছুক্ষণ আগে অনেকটা দুলতে দুলতে ভেঙে পড়ে তারুণ্যের সমাবেশ মঞ্চ।

বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও পৌনে তিনটার দিকেও সমাবেশ শুরু করা সম্ভব হয়নি। এখনো চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রত্যক্ষদর্শীরা  জানান, সকাল থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন। অনেকে মঞ্চে উঠে পড়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জাসাসের শিল্পীদের গান গাওয়ার ফাঁকে নেতাদের চাপে মঞ্চ ভেঙে পড়ে।

সেখানে থাকা ছাত্রদলের একজন কেন্দ্রীয় নেতা বলেন, হঠাৎ করে ভেঙে পড়লে বড় দুর্ঘটনা ঘটত। একটু সময় লাগায় অনেকে নেমে পড়েছেন।

এদিকে কাঠের তৈরি মঞ্চ অনেকটা মাটিতে পড়ে যাওয়ায় সেখানেই পরবর্তী কার্যক্রম চলছে।

দেশের অন্যান্য বিভাগে ধারাবাহিক সমাবেশ করার পর সবশেষ শনিবার ঢাকায় দুপুর দুইটার দিকে শুরু হয় ‘তারুণ্যের সমাবেশ’। বিএনপি সূত্রে জানা গেছে, তারুণ্যের সমাবেশে বড় ধরণের শোডাউন করে সরকারবিরোধী আন্দোলনে নতুন বার্তা দিতে চাইছে বিএনপি। পাশাপাশি এই সমাবেশ থেকে আন্দোলনের নতুন রূপরেখাও জানাতে চায় তরুণদের। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

Link copied!