রবিবার চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনের সময় আওয়ামী লীগ সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হন। পরে ওই ঘটনায় নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর সরওয়ার কামাল রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে পৌরসভার ৮ নম্বর দক্ষিণ গোবিন্দারখীল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি দ্যা রির্পোটকে বলেন, সদ্য সাবেক কাউন্সিলর আবদুল মান্নান বাদী হয়ে রবিবার রাতে মামলা করেন। মামলায় ৭জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করেছেন। প্রধান আসামি করা হয়েছে নবনির্বাচিত কাউন্সিলর সরওয়ার কামাল রাজীবকে।
রবিবার দুপুরে পটিয়ার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র দখল নিয়ে কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল ও আবদুল মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের ছোট ভাই আবদুল মাবুদ (৪৫) মারা যায়।