পদ্মা সেতু বিএনপির মাথা ব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে: মির্জা আজম

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৪, ২০২২, ০৬:২০ পিএম

পদ্মা সেতু বিএনপির মাথা ব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে: মির্জা আজম

পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে-এমন খবর শুনে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। শনিবার (৪ জুন) শরীয়তপুর সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আজম বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ বর্তমান আওয়ামী লীগ সরকারের এক বিরাট সাফল্য। দেশি-বিদেশি সব ষড়যন্ত্র চক্রান্ত মোকাবিলা করে জননেত্রী শেখ হাসিনা দৃঢ় সাহসিকতায় সেতু তৈরি করে চ্যালেঞ্জ বাস্তবায়ন করেছেন। স্বপ্ন পূরণে আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হবে। এই সেতু উদ্বোধনের খবরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।’ 

তিনি আরও বলেন, পদ্মা সেতু নির্মাণের কৃতিত্ব আমরা যাতে নিতে না পারি, সে জন্য তারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। পদ্মা সেতু উদ্বোধন সামনে রেখে তারা দেশে অরাজকতা সৃষ্টি করে দেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে চাইছে। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হবে না। মির্জা আজম বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে স্মরণীয় ঐতিহাসিক জনসভায় দশ লাখ মানুষের সমাবেশ ঘটানো হবে। 

জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু এমপি, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি ও কার্যনির্বাহী সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম।

বর্ধিত সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা অংশ নেন। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

Link copied!