ফের পিছালো সম্রাটের মামলার অভিযোগ শুনানির দিন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৫, ২০২১, ০৭:১৭ পিএম

ফের পিছালো সম্রাটের মামলার অভিযোগ শুনানির দিন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার অভিযোগ শুনানির তারিখ পিছিয়ে দিয়েছেন আদালত।সোমবার (২৫ অক্টোবর) আদালতে সম্রাটকে উপস্থিত করতে না পারায় ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালত অভিযোগপত্র গ্রহণ শুনানির দিন পিছিয়ে ১০ জানুয়ারি ধার্য করেন।

দুদক শাখার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আমিনুল ইসলাম দ্য রিপোর্ট  ডটলাইভকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার(২৫ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সম্রাটকে উপস্থিত করানোর দিন ধার্য ছিল। তবে এদিন সম্রাট অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির না করে কাস্টডি ওয়ারেন্ট পাঠায় কারা কর্তৃপক্ষ।এরই প্রেক্ষিতে আদালত অভিযোগ শুনানির পরবর্তি তারিখ নির্ধারণ করেন।

প্রসঙ্গত, ক্যাসিনোবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

দুদেকের মামলার অভিযোগে জানা যায়, ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ২০১৯ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে মামলাটি করেন। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Link copied!