এপ্রিল ২৪, ২০২২, ১০:৪৬ পিএম
ঈদের আগে আট মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোদের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে আবারো বিক্ষোভ সমাবেশ করেছেন বিক্ষুব্ধ শ্রমিক কর্মচারীরা। রোববার (২৪ এপ্রিল) দুপুরে খনির প্রবেশ পথসহ আশপাশে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছেন তারা।
আগামী ৭২ ঘণ্টার (২৭ এপ্রিল) মধ্যে দাবি পূরণ করতে খনি কর্তৃপক্ষকে সময়সূচি বেঁধে দিয়েছেন শ্রমিক নেতারা। অন্যথায় ওই দিন দুপুর ১২টার পর স্ত্রী সন্তানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে খনির প্রবেশ পথে অবস্থান নিয়ে অনাহারে নিরানন্দ ঈদ উদযাপনের সিদ্ধান্ত জানিয়েছেন তারা। দিনাজপুরের পার্বতীপুর বড়পুকিরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, আট মাসের বকেয়া বেতন-ভাতা বাকি পড়ায় পরিবার নিয়ে কষ্টে দিনযাপন করছেন প্রায় ৭০০ খনি শ্রমিক।