রাজধানীর শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আগুন নিয়ন্ত্রণে এসেছে। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১৭ তলা ভবনের ১৪ তলার ডি-ব্লকে আগুন লাগে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টা ২১ মিনিটে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ৩টি এবং পলাশী থেকে ২টি ইউনিটসহ মোট ৫টি ইউনিট অগ্নি নির্বাপনের জন্য কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ক্ষয়ক্ষতি হয়নি
তবে আগুন লাগার ঘটনায় কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। উল্লেখ্য হাসপাতালটির গ্যাস্ট্রোলিভার ইউনিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। হাসপাতালের পরিচালক ডা. মো. নজরুল ইসলাম খান বলেন, মূলত কেউ সিগারেট বা কিছু খেয়ে ফেলানোর কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
তবে এই মুর্হুতে তদন্ত ছাড়া কোন কিছু বলা সম্ভব নয় বলে জানায় ফায়ার সার্ভিস। এছাড়া হাসপাতালের এই ফ্লোরে অগ্নিনির্বাপকের যথেষ্ট সরঞ্জাম নেই বলেও জানান তারা।