বানান ভুলে আয়োজক কমিটি ক্ষমা চেয়েছেন: শেখ সেলিম

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২১, ১০:৩৮ পিএম

বানান ভুলে আয়োজক কমিটি ক্ষমা চেয়েছেন: শেখ সেলিম

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে বানান ভুলের জন্য আয়োজকরা প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচি নিয়ে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ সেলিম বলেন, “এই ভুলগুলো উদ্দেশ্যপ্রণোদিত নয়, অনাকাঙ্ক্ষিত। যেহেতু ভুলের জন্য ক্ষমা চেয়েছেন, আর কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হবে না।”

ব্রিফিংকালে আওয়ামী লীগের অন্যতম শীর্ষ এই নেতা আরও বলেন, “বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি তিন দিন টুঙ্গিপাড়ায় জাতীয় কমিটির আয়োজনে আলোচনা সভা হবে। ১০ জানুয়ারি দুপুর ১২টায় জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানাবেন। পরে আলোচনা সভায় যোগ দেবেন তিনি। এ ছাড়াও ১১ ও ১২ তারিখ আলোচনাসভা অনুষ্ঠিত হবে। শিল্পকলা একাডেমির আয়োজনে ১৩ থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত লোকজ মেলা অনুষ্ঠিত হবে।”

এমভি অভিযান-১০’ লঞ্চে লাগা আগুনে প্রাণহানীর ঘটনায় দুঃখ প্রকাশ করে শেখ ফজলুল করিম সেলিম আরও বলেন,“স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ক্ষণে মর্মান্তিক এই ঘটনা জাতির জন্য হৃদয় বিদারক।” প্রধানমন্ত্রী বিদেশে সফরে থেকেও আহতদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শপথবাক্য পাঠ করারন। শপথ বাক্য পাঠ করানোর সময় মূল মঞ্চের ডায়াসে ‘মুজিববর্ষের’ শপথ লেখার পরিবর্তে ‘মুজিবর্ষের’ লেখা ছিল। বিষয়টি নিয়ে ওইদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়,ডিভাইস ট্রান্সফারের একপর্যায়ে ‘মুজিব বর্ষের’ একটি ‘ব’ অক্ষর বাদ পড়ে গেছে।  

Link copied!