বান্দরবানে মর্টার শেল: মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানাল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৯, ২০২২, ০৭:০০ পিএম

বান্দরবানে মর্টার শেল: মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানাল বাংলাদেশ

মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টার শেল বান্দরবানের ঘুমধুম এলাকায় এসে পড়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৯ আগস্ট) বিকেলে মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে ভার্বাল নোটের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, “যে ঘটনা ঘটেছে, আমরা সেটার নিন্দা জানিয়েছি।”

পররাষ্ট্র সচিব আরও বলেন, “নোট ভার্বালের মাধ্যমে তাকে (রাষ্ট্রদূত) ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তাকে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে।”

প্রসঙ্গত, গতকাল রবিবার বিকেল ৩টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন বান্দরবানের ঘুমধুম এলাকায় মিয়ানমার থেকে দুটি মর্টার শেল এসে পড়ে। আর এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা না থাকলে ও জনমনে আতঙ্ক বিরাজ করে।

এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গতকাল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছিলেন, “অবিস্ফোরিত মর্টার শেল বাংলাদেশের সীমান্তে এসে পড়ার বিষয়টি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, সেটা খতিয়ে দেখা হবে।”

তিনি আরও বলেন, “দুর্ঘটনাবশত হলে মিয়ানমারকে সতর্ক করা হবে। এর আগেও সীমান্তে মিয়ানমারের মর্টার শেল পড়েছিল। তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম।”

Link copied!