বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম শহরের অধিকাংশ এলাকা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৫, ২০২১, ০৩:০৫ পিএম

বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম শহরের অধিকাংশ এলাকা

মৌসুমি বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম শহরের অধিকাংশ এলাকা ডুবে গেছে। মঙ্গলবার (২৪ আগস্ট) মধ্যরাত থেকে থেমে থেমে মাঝারি বৃষ্টি শুরু হওয়ার পর বুধবার সকালের দিকে তা ভারী বৃষ্টিতে রূপ নেয়। শহরের অধিকাংশ এলাকা পানিতে নিমজ্জিত হওয়ায় ভোগান্তিতে পড়েন নগরের অফিসগামী মানুষ।

আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রামের পতেঙ্গা অফিস সূত্রে জানা যায়, বুধবার সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর শহরের আমবাগান আবহাওয়া অফিস জানায়, একই সময়ের ব্যবধানে সেখানে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ গণমাধ্যমে বলেন, আমবাগানকেন্দ্রিক এলাকাগুলোয় বৃষ্টির পরিমাণ বেশি ছিল। তিনি আরও বলেন, কোনো সতর্কসংকেত নেই। মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরের ষোলশহর, মুরাদপুর, আগ্রাবাদ, হালিশহরসহ বিভিন্ন এলাকায় পানি জমে রয়েছে প্রকটভাবে। এতে করে ওইসব এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানিতে ডুবে আছে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় বিভিন্ন এলাকায় নালা-নর্দমা খনন ও বাঁধ নির্মাণ এবং নগরীর বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় খাল ভরাট হয়ে যাওয়া অতিবৃষ্টিতে দুর্ভোগে পড়েছে নগরবাসী।

Link copied!