ব্যাংকগুলো ডলারপ্রতি ১১৪-১১৫ টাকা পর্যন্ত নিচ্ছে -এফবিসিসিআই সভাপতি

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ৭, ২০২৩, ০৬:৩৯ পিএম

ব্যাংকগুলো ডলারপ্রতি ১১৪-১১৫ টাকা পর্যন্ত নিচ্ছে  -এফবিসিসিআই সভাপতি

আমদানী ঋণপত্র খুলতে গেলে ব্যাংকগুলো নিজেদের ইচ্ছেমতো ডলারের দাম আদায় করছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) সভাপতি মো: জসিম উদ্দিন।

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও রিসার্চ এন্ড পলিসি ইন্টেগ্রেশন ফর ডেভেলপমেন্ট কর্তৃক যৌথভাবে আয়োজিত ‍‍`বাজেট-পরবর্তী আলোচনা‍‍` সভায় এ কথা বলেন এফবিসিসিআই সভাপতি। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জসিম উদ্দিন বলেন, "ব্যাংকগুলো বর্তমানে এক ডলারের বিপরীতে ১১৪ থেকে ১১৫ টাকা পর্যন্ত নিচ্ছে। লুটের মালের মতো যেভাবে পারছে, তারা (ব্যাংক) সেভাবে ডলারের দাম নিচ্ছে।"

এফবিসিসিআই সভাপতি ব্যাংক ঋণের সুদ হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার বিপক্ষে তার অবস্হান তুলে ধরে বলেন, এতে পণ্য আমদানি ব্যয় বেড়ে যাবে।

এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, কর ও ব্যাংকিং এ বিভিন্ন সমস্যা এবং ব্যবসায়ীদের অভিযোগসহ নানা বিষয়ে আলোচনার জন্য এফবিসিসিআই ও এনবিআরের সমন্বয়ে টাস্কফোর্স আছে, কিন্তু এ টাস্কফোর্সের বৈঠক হয় না। তিনি জানান, পণ্য আমদানিতে এইচ এস কোডের ভুলের জন্য ২০০ শতাংশ জরিমানা করা হয় আর তার ২০ শতাংশ পায় কর কর্মকর্তা।

তিনি বলেন, বাজেটে বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তা কীভাবে সংগ্রহ করা হবে সে বিষয়ে দিকনির্দেশনা থাকা দরকার।

এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশে এনবিআরকেও ডিজিটাল করতে হবে এবং ডিজিটাল পদ্ধতিতে আয়কর ও ভ্যাট আদায় করতে হবে। উভয় পক্ষের মধ্যে যত কম দেখা হবে, ততই দুর্নীতি কমবে।

বিদ্যুৎ ও গ্যাসসংকট প্রসঙ্গে তিনি বলেন, ১৬ টাকার গ্যাস ২৫ টাকা করার প্রস্তাব আমরাই দিয়েছিলাম। আমাদের শর্ত ছিল, নিরবচ্ছিন্ন গ্যাস দিতে হবে। ১৬ টাকার গ্যাসের দাম ৩০ টাকা করা হলো, কিন্তু এখন আমরা নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছি না।

জসিম উদ্দিন বলেন, অন্ধকার ব্যবসায়ীদের জন্য বেশি ব্যয়বহুল। বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চালাচ্ছি, প্রতি কিলোওয়াটের দাম পড়ছে ২৫ টাকা। অর্থনীতি টেকসই ও সেই সঙ্গে শিল্পোৎপাদন ধরে রাখতে হলে বিদ্যুৎ নিশ্চিত করতে হবে।

র‍্যাপিড চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক সভায় বাজেট বিশ্লেষণ তুলে ধরেন। ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মৃধার সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম।

Link copied!