ভোটারদের মধ্যে টাকা ছড়িয়েছি প্রমাণ দেখান: সাক্কু

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৪, ২০২২, ০৪:৪৪ পিএম

ভোটারদের মধ্যে টাকা ছড়িয়েছি প্রমাণ দেখান: সাক্কু

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের (কুসিক) প্রচার চালানোর সময় ভোটারদের মাঝে টাকা ছড়ানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। টাকা ছড়ানোর প্রমাণ দেখানোরও দাবি জানান তিনি।

মঙ্গলবার নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনিরুল হক সাক্কু এসব কথা বলেন।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সাক্কুর বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা ছাড়ানোর অভিযোগ করেছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত।

এই অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাক্কু বলেন, “এমন কথা আমিও বলতে পারি—রিফাত ভাই ভোটের মাঠে টাকা ছড়িয়েছেন। কিন্তু প্রমাণ তো নেই। তাই প্রমাণ নেই—এমন মন্তব্য করা উচিত নয়। আমি টাকা ছড়িয়েছি সেই প্রমাণ দেখান।”

বুধবার অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচন সুস্ঠু হবে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সদ্যবিদায়ী এই মেয়র বলেন, “আইনটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। দেখানোর জন্য আইন প্রয়োগ করলে নির্বাচন সুষ্ঠু হবে না।”

অপর এক প্রশ্নের জবাবে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি ভোটারদের নিরাপত্তায় বিষয়টিতে নজর দেওয়ার আহ্বান জানিয়ে সাক্কু বলেন, “আমি নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে অনেক ভোটারের সঙ্গে কথা বলেছি। ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নিয়ে তাঁদের মধ্যে তেমন ভয় না থাকলেও কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন কি-না, সেই ভয়টা কাজ করছে।”

Link copied!