মালয়েশিয়ায় কর্মীদের প্রথম ফ্লাইট আজ, যাচ্ছেন ৫৩ জন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৮, ২০২২, ০৪:৩৭ পিএম

মালয়েশিয়ায় কর্মীদের প্রথম ফ্লাইট আজ, যাচ্ছেন ৫৩ জন

অবশেষে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হচ্ছে। সোমবার রাত ১১টা ৪০ মিনিটে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে প্রথম দফায় ৫৩ জন কর্মী দেশটিতে যাবেন। চলতি মাসে আরও কয়েক দফায় কর্মী যাবেন দেশটিতে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো শহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ থেকে শুরু হচ্ছে কর্মী যাওয়া। শুরুতে ৫৩ জন কর্মী যাবেন। এমওইউ’র পর এটাই প্রথম ফ্লাইট। লাইনে আছে অনেকগুলো। প্রায় পাঁচ হাজারের মতো প্রসেসের মধ্যে আছে। এ মাসে আরও কয়েকটা ফ্লাইট যাবে। আগামী মাস থেকে পুরোদমে যাওয়া শুরু হবে। প্রতি মাসে ৮ থেকে ১০ হাজার কর্মী যাবে।

২০১৮ সালের আগস্ট মাসেই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ বন্ধ করার ঘোষণা আসে। এরপর ২০২১ সালের  ১৯ ডিসেম্বর মালয়েশিয়ার সঙ্গে কর্মী নিয়োগে নতুন সমঝোতা চুক্তি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সেই চুক্তির আওতায় আজ প্রথম কর্মী যাচ্ছে।

Link copied!