মুগদায় গ্যাস লিকেজ থেকে আগুন: শিশুসহ দগ্ধ ৪

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২২, ২০২১, ০২:৩৩ পিএম

মুগদায় গ্যাস লিকেজ থেকে আগুন: শিশুসহ দগ্ধ ৪

রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মুগদার মাতব্বরগলি এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—সুধাংশু বৌদ্ধ (৩৫), তার স্ত্রী প্রিয়াঙ্কা বাড়ৈ (৩২), একমাত্র ছেলে অরুপ বৌদ্ধ (৫) ও সুধাংশুর শাশুড়ি শেফালী রাণী বাড়ৈ (৫৫)।

দগ্ধ প্রিয়াঙ্কার বড় ভাই পলাশ বাড়ৈ জানান, মা শেফালী রানীকে নিয়ে ঢাকায় থাকেন তিনি। তার বোন প্রিয়াঙ্কা পরিবারসহ শরিয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে থাকেন। বোন জামাই সুধাংশুর চিকিৎসার জন্য গত শনিবার তারা ঢাকায় আসেন।

তিনি আরও জানান, আজ সকালে ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা পানি গরম করতে রান্না ঘরে যান। গ্যাসের চুলা চালু করে দিয়াশলাই জ্বালাতেই রান্না ঘরে বিকট শব্দ হয়। এতে বাসায় থাকা তারা ৪ জনই দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, মুগদায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনকে আনা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে বেশি খারাপ অবস্থা প্রিয়াঙ্কার। তার শরীরের ৭২ শতাংশ পুড়ে গেছে।

Link copied!