আওয়ামী লীগের রংপুর মহাসমাবেশ

রংপুরের মঙ্গা দূর করেছে আওয়ামী লীগ সরকার: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২, ২০২৩, ১১:২৪ পিএম

রংপুরের মঙ্গা দূর করেছে আওয়ামী লীগ সরকার: শেখ হাসিনা

সংগৃহীত ছবি

রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারে যখনই এসেছে এই রংপুরে কখনো মঙ্গা হয় নাই। রংপুরে কখনো খাদ্যের অভাব দেখা দেয়নি। দুর্ভিক্ষ দেখা দেয়নি। আওয়ামী লীগ সরকারে আসলে, নৌকা মার্কায় ভোট পেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় সেটা আমরা প্রমাণ করেছি।’

বুধবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে রংপুরের জিলা স্কুল মাঠে মহাসমাবেশে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: সমাবেশস্থলে প্রধানমন্ত্রী; ১০ কিলোমিটারজুড়ে জনসমুদ্র

রংপুরে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন বিকেল ৩টা ২৫ মিনিটে তিনি সমাবেশস্থলে পৌঁছান। এ সময় স্লোগানে স্লোগানে তাঁকে বরণ করে করে নেন নেতা-কর্মীরা। এরপর প্রায় ১ হাজার ২৪০ কোটি টাকার ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

তিনি বলেন, ‘যখন ৯৬ সালে ক্ষমতায় এসেছিলাম, তখনো মঙ্গা ছিল না কিন্তু ২০০১ সালে যখন ওই খালেদা জিয়া ক্ষমতায় আসে, ২ হাতে টাকা-পয়সা লুট করে। সে, তার ছেলেরা মিলে, এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। আবার দেশে মঙ্গা শুরু হয়। ২০০৮ এর নির্বাচনে আমরা সরকার গঠন করি। তারপর থেকে আমি যে পদক্ষেপ নিয়েছি, তারপর থেকে এ দেশের মানুষের কোনো কষ্ট হয় নাই।‍‍’

শেখ হাসিনা বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিলে উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন হয়। একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় আসলেই মানুষের উন্নতি হয়। কাজেই নৌকায় ভোট দিয়ে আবারও আমাদেরকে কাজের সুযোগ করে দেবেন সেই আশাবাদ ব্যক্ত করছি।’  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘শান্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি, ভোটার তালিকা করেছি, স্বচ্ছ ভোট বাক্স করেছি।

দুপুর ১টা ১৩ মিনিটে রংপুরে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে সার্কিট হাউসে স্থানীয় সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে জনসমাবেশে যোগ দেন তিনি।

বুধবার (২ আগস্ট) রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মহাসমাবেশ শুরু হয়। দুপুর ১২টা ১২ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এরপর পবিত্র কোরআন তেলওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ করার মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

রংপুর জিলা স্কুল মাঠের সমাবেশস্থল ছাড়িয়ে জনসমুদ্র রূপ নিয়েছে নগরীর ১০ কিলোমিটার এলাকা। সকাল থেকেই স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রংপুর নগরীসহ বিভাগের আট জেলা ও ৫৮টি উপজেলার গ্রাম পর্যায় থেকে এসেছেন নেতাকর্মীরা। 

Link copied!