রাজধানীর ফার্মেসিতে জনপ্রতি ৫০০ টাকায় মডার্নার ভ্যাকসিন পুশ!

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৯, ২০২১, ০৯:১৫ এএম

রাজধানীর  ফার্মেসিতে জনপ্রতি ৫০০ টাকায় মডার্নার ভ্যাকসিন পুশ!

রাজধানীর দক্ষিণখানের একটি ফার্মেসি থেকে করোনাভাইরাস প্রতিরোধী মডার্নার ২০ ডোজ টিকা জব্দ করেছে পুলিশ। বুধবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে দক্ষিণখানের চালাবন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে টিকার ডোজ জব্দ করার পাশাপাশি বিজয় কৃষ্ণ তালুকদার নামে ওই  ফার্মেসির মালিককে আটক করে।

দক্ষিণখান থানার পরিদর্শক আফতাব উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ফার্মেসির মালিক বিজয় কৃষ্ণ তালুকদার ৫০০ টাকার বিনিময়ে বেশ কয়েকজনকে এক ডোজ করে টিকা দিচ্ছিলেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলেও  তিনি জানান।

মডার্নার টিকা জব্দ: ফার্মেসির মালিকসহ ২/৩ জনের বিরুদ্ধে মামলা

দক্ষিণখান থানা পুলিশ জানায়, চালাবন এলাকায় ‘দরিদ্র পরিবার সেবা সংস্থা’ নামে একটি ফার্মেসিতে টাকার বিনিময়ে করোনার টিকা পুশ করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। মডার্নার টিকা কীভাবে পেলো, কতজনকে সে টিকা পুশ করেছে-এসব বিষয়ে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বলেও দক্ষিণখান থানা পুলিশ সূত্রে জানা গেছে।

Link copied!