রাজধানীর বিভিন্ন স্থানে নিহতের প্রতিবাদে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন চলার মধ্যে সড়কে আবারও এক যুবকের প্রাণ গেলো।
শুক্রবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিমানবন্দরের কাছে কাওলা এলাকায় লরিচাপায় মোটরসাইকেলআরোহী ওই যুবক নিহত হন। নিহতের নাম মাহদী হাসান লিমন (২১) বলে জানা গেছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বিষয়িটি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “শুক্রবার মধ্যরাতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই যুবক। পথে কাওলা পদ্মা ওয়েল আউট গোয়িংয়ে আসলে পেছন দিক থেকে আসা একটি লরি তার মোটরসাটইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার ওসি আরও বলেন, “মৃত যুবকের কাছে থাকা মোবাইলের মাধ্যমে স্বজনদের সঙ্গে কথা হয়। মৃত যুবকের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দমদমার পশ্চিম গ্রামে। তার বাবার নাম মোফজ্জল হোসেন।” লিমন বর্তমানে যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় থাকতেন বলেও তিনি জানান।