রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিসহ ঝড়

নিজস্ব প্রতিবেদক

মে ২৭, ২০২৩, ০১:৩৯ পিএম

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিসহ ঝড়

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিসহ ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টিসহ ঝড় বয়ে যেতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়,শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, শনিবার সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে।  দুপুর নাগাদ শুরু হয় ঝড়ো হাওয়া। বাতাসের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বৃষ্টি। কোথাও কোথাও প্রবল বৃষ্টি, আবারও কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Link copied!