রাজবাড়ীতে ৫ মিনিটের মধ্যে এক নারীকে দুই ডোজ টিকা!

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৮, ২০২১, ১২:২৯ এএম

রাজবাড়ীতে ৫ মিনিটের মধ্যে এক নারীকে দুই ডোজ টিকা!

মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে এক নারীকে করোনাভাইরাস প্রতিরোধী টিকার দুই ডোজ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৭ আগস্ট) রাজবাড়ী জেলায় বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়া বাড়ি দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটেছে।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার বিষয়টির সত্যতা নিশ্চিত করে এ ঘটনায় ভুল  স্বীকার করেন।

স্থানীয়  এবং উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা অফিস সূত্র  জানায়, দেশব্যাপী গণটিকার অংশ হিসেবে রাজবাড়ীর জেলার ইউনিয়নগুলোতেও টিকাদান কার্যক্রম শুরু হয়।

এই টিকাদান কার্যক্রমে প্রতিটি ইউনিয়নে ১টি করে টিকা কেন্দ্র গঠন করা হয়, সেখানে ৩টি ওয়ার্ডের জন্য ৬০০ টিকা বরাদ্দ করা হয়। এই হিসেবে  বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের একমাত্র টিকা কেন্দ্র পাটকিয়াবাড়ী মাদরাসাকে নির্ধারণ করা হয়। এই ইউনিয়নে সকাল থেকে চাপ বাড়তে থাকে টিকা নিতে আসা মানুষের। মানুষের দীর্ঘ লাইন ও চাপ সামলাতে বেগ পোহাতে হয় সেচ্ছাসেবী ও আইনশৃংখলা বাহিনীর সদস্যদের। আর ওই সময় এক নারীকে  পাঁচ  মিনিটের ব্যবধানে দুই বার টিকা  দেওয়ার ঘটনা ঘটে।   

টিকা গ্রহিতার স্বামী নাহিদুল হক স্বপন জানান, পাটকিয়া বাড়ী দাখিল মাদরাসা টিকা কেন্দ্রে কোনো শৃঙ্খলা নেই। এক সঙ্গে অনেককে বসিয়ে টিকা দেয়া হচ্ছে। সকালে তার স্ত্রী টিকা নিতে গেলে স্বাস্থ্যকর্মী তার বাম হাতে টিকা দেয়। টিকা দেয়া শেষে তার স্ত্রী টিকা দেবার স্থান অন্য হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখে। সে সময় আরেক স্বাস্থ্যকর্মী এসে ডান হাতে টিকা দেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার বলেন, ঘটনার পর থেকে ওই মহিলার স্বাস্থ্যগত খোঁজ রাখা হচ্ছে। তিনি এখন পর্যন্ত ভালো আছেন। ভিড়ের কারণে ভুলে এটা হয়েছে।

Link copied!