রাতভর হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৫, ২০২৩, ০৮:৪৪ পিএম

রাতভর হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত এই ঝড়বৃষ্টি হতে পারে। এছাড়াও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

এতে আরও বলা হয়, ঢাকা ও পাশ্ববর্তী এলাকায় দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে যা ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩° সেলসিয়াস। গত ছয় ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

এর আগে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Link copied!